Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
যমুনা নদী
বিস্তারিত

ব্রহ্মপুত্র নদের শাখা নদী হিসেবে যমুনা নদীর উৎপত্তি। বর্তমানে এটি বাংলাদেশের বৃহৎ নদীগুলোর মধ্যে অন্যতম। এই নদীর অর্থনৈতিক কর্মকান্ড ব্যাপক। যাতায়াত ও পণ্য পরিবহনে নদীটি ব্যবহার করা হয়। এই নদী হতে প্রচুর পরিমানে মৎস্য আহরন করা হয়। নদীর উপর ভিত্তি করে দু'পাশে ব্যাপক জনগোষ্টীর অর্থনৈতিক কর্মকান্ড পরিচালিত হয়।

ব্রক্ষপুত্র নদের শাখা নদী সবার পরিচিত সর্বগ্রাসী যমুনা নদী। হাসি কান্না বিজরিত নদীটি , মানুষের  বসত ভিটা ভাঙ্গীয়া নিয়া এলাকার জনগনকে সর্বশান্ত করিয়াছে । আবার নতুন চর  জাগায় তাহা দেখিয়া আবার

মানুয়ের মনের নতুন প্রাণের সঞ্ছার জাগে । শীত মৌসমে হাজারো অতিথি পাখিদের আগমনে  নদী  শোভা বর্ধন করে ।